Megh Bole Na Sotti [Original]
কেন মেঘ বলেনা সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়
কেন মেঘ বলেনা সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়
তার কল্পনা, নাকি জল্পনা, একই সান্তনা, অবাধ্য মনের যন্ত্রনা।
কেন মেঘ বলে না সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়।।
তাকে রাত বিরেতে খুঁজে যাই
তাকে রাত বিরেতে খুঁজে যাই
যেন একপলোকের দেখা পাই
মন পাখি টা পাখনা মেলে, তার আকাশে উড়ছে তাই।
তাকে রাত বিরেতে খুঁজে যাই
যেন একপলোকের দেখা পাই
মন পাখি টা পাখনা মেলে, তার আকাশে উড়ছে তাই।
একটা চিঠি লিখবো ঠিক
লিখবো প্রেমের দিক-বিদিক
জানবো আছে সে কোন রোগে
স্বভাবে আর সোহাগে।
তার কল্পনা, নাকি জল্পনা, একই সান্তনা, অবাধ্য মনের যন্ত্রনা।।
কেন মেঘ বলেনা সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়
তার কল্পনা, নাকি জল্পনা, একই সান্তনা, অবাধ্য মনের যন্ত্রনা।
কেন মেঘ বলে না সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়।।
কেন মেঘ বলেনা সত্যি
কেন সন্ধ্যে হয়না রত্তি
কেন তার উঠোনে মনটা পরে ঠায়।।